নানা আয়োজনে রাঙামাটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
 
নিউজ ডেস্ক
নানা আয়োজনে পার্বত্য জেলা রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাক উত্তোলন করা হয়। রবিবার সকালে রাঙামাটি দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এ সময় সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা সহ অন্যাণ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙামাটির বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে হাড়ঁ কাপানো শীতে রাঙাামটি পৌর এলাকার পাহাড়ী-বাঙ্গালী অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। সকালে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে এই সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম। এসময় উপ-অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মো. নাজমুল হাসান এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

পাশাপাশি পাহাড়ে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে রাঙাামটি সদর জোনের ব্যবস্থাপনায়ন ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি সদর সেনা জোন’র প্রশিক্ষণ মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন রাঙামাটি সিএমএইচ এর মেডিক্যাল অফিসার মেজর ডাঃ তৌহিদুল ইসলাম ও ক্যাপ্টেন ডাঃ শাহ রেজা আল ফামি এবং সহযোগী সদস্যরা। ফ্রি মেডিক্যাল ক্যাম্প এ রাঙামাটি পৌর এলাকার পাহাড়ি-বাঙ্গালী প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন প্রকার মেডিক্যাল সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়।
এছাড়া, সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যােগে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ২৩ ইষ্ট বেঙ্গল রাজস্থলী সাব জোনের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মিজানুল হক এর নির্দেশনায় প্রায় দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

সকাল ১১ টায় পাহাড়ী বাঙ্গালী শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির আদনান । এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সৌমিক ইসলাম , সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুখলেছুর রহমানসহ সামরিক পদস্থ কর্মকর্তারা।
অন্যদিকে, জেলার বাঘাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন অধিনস্ত ২৭ বিজিবি মারিশ্যা জোন।
সকাল ১১ টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রর্তাবর্তন দিবস উপলক্ষে মারিশ্যা জোন অফিসে ২৭ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিজিবি জোন অধিনায়ক।
উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তাানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু।
