সপ্তম বছরে রাঙামাটি মেডিকেল কলেজ, কেউ মনে রাখেনি মনিরকে - Southeast Asia Journal

সপ্তম বছরে রাঙামাটি মেডিকেল কলেজ, কেউ মনে রাখেনি মনিরকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা প্রতিবন্ধকতার পরও ষষ্ঠ বছর পার করে সপ্তম বছরে পদার্পণ করেছে রাঙামাটি মেডিকেল কলেজ। রোববার (১০ জানুয়ারী) সপ্তম বছরে পদার্পন করেছে কলেজটি।

জানা গেছে, ইতোমধ্যে এই মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছেন প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম ব্যাচের ৪৫ শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন করছেন। আর করোনার কারণে দ্বিতীয় ব্যাচের ৪৫ শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এদিকে, রোববার রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিকের প্রস্তাবনার প্রেক্ষিতে আজ ১০ই জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজের ৭ম বছরে পদার্পনকে কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন আন্দোলনের সময় বিগত ২০১৫ সালের ১০ই জানুয়ারীর সহিংস ঘটনায় উগ্রবাদিদের হাতে নিহত যুবক মনির হোসেন নির্মমভাবে নিহতের ঘটনায় শোক প্রকাশ করে আইনশৃঙ্খলা সভায় শোক প্রস্তাব গ্রহণপূর্বক রেজুলেশনে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন সভার সভাপতি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

এসময় তিনি বলেন, আসলে বিষয়টি আমার নজরে আসেনি। আর এটা রাঙামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের স্মরণে রাখা উচিত ছিলো। কেন তারা মনিরের বিষয়টি নিয়ে এবং মেডিকেলের বর্ষপূর্তিতে কোনো পদক্ষেপ নিলোনা সেটি তারাই বলতে পারবে।

প্রসঙ্গত, নানামুখী বাধা, দীর্ঘ অনিশ্চয়তা, আশা নিরাশা আর শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে ২০১৫ সালের এই দিনে কলেজটির যাত্রা শুরু হয়। তবে আজও উপেক্ষিত কলেজ চালুকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নিহত মনির হত্যার বিচার। কলেজ প্রতিষ্ঠার দিনই আনন্দ শোভাযাত্রায় উপজাতিয় সন্ত্রাসীদের হামলায় খুন হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখতে তার নামে ছাত্রবাসের নামকরণ করার দাবি শিক্ষার্থীদের।