লালমনিরহাটে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি নিহত - Southeast Asia Journal

লালমনিরহাটে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ১৫ জাুনয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এসময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তার সহযোগীরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার।