তুর্কি জাহাজে জলদস্যুদের আক্রমণে নিহত ১, অপহরণ ১৫
 
নিউজ ডেস্ক
তুরস্কের একটি জাহাজে আক্রমণ চালিয়ে এক আজারবাইজানের নাগিরককে হত্যা করেছে জলদস্যুরা। ওই নাবিককে হত্যা করেই ক্ষান্ত হয়নি, আরও ১৫ জনকে অপহরণ করেছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে গত শনিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে গিনি উপকূলে ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়।
জাহাজে থাকা ১৯ নাবিকের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে। এছাড়া ফারমান ইসমাইলোভ নামের এক আজারবাইজানি প্রকৌশলীকে হত্যা করা হয়। তাদের উদ্ধার রোববার অভিযানের পরিকল্পানা সাজিয়েছে তুর্কি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, নাইজেরিয়ার জলদস্যুরা বর্তমানে মুক্তিপণের বিষয়ে আলোচনার জন্য অপেক্ষা করছে।
২০১০ সালেও একটি তুর্কি কার্গো জাহাজে হামলা চালায় নাইজেরিয়ান জলদস্যুরা। ওই অঞ্চলে জলদস্যুদের প্রভাব দিনের পর দিন বেড়েই চলছে।
