প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে খাগড়াছড়িতে ২ জনকে পুলিশে সোর্পদ - Southeast Asia Journal

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে খাগড়াছড়িতে ২ জনকে পুলিশে সোর্পদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপির স্বাক্ষর জাল করায় দুই জনকে পুলিশকে সোর্পদ করেছে জেলা প্রশাসন। ১লা ফেব্রুয়ারি সোমবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ‘একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর ভুয়া স্বাক্ষর দিয়ে ৮১টি কম্বলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে। আবেদন পত্রটি সন্দেহজনক মনে হলে আশরাফুল ও তার সহযোগীকে চ্যালেঞ্জ করে জেলা প্রশাসকের কার্যালয়। পরে ভুয়া স্বাক্ষরের বিষয়টি প্রমাণিত হলে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।’

এসময় তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে মনে করো হচ্ছে, এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় একইভাবে আবেদন করছে। বিষয়টি তদন্ত করার জন্য এই দুই ব্যক্তিকে পুলিশে সোর্পদ করা হয়।’