বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা। গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এই অভিযান চালায় বিজিবি মারিশ্যা জোন।
এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারী পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ টুকরা ৩ ট্রলি ( ২০২ ঘন ফুট) গোদা কাঠ আটক করে বিজিবি। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮১ হাজার ৮ শত টাকা বলে জানায় বিজিবি।
