পাহাড়ের প্রবীণ শিক্ষাবীদ অনন্ত বিহারী খীসা আর নেই - Southeast Asia Journal

পাহাড়ের প্রবীণ শিক্ষাবীদ অনন্ত বিহারী খীসা আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবীদ অনন্ত বিহারী খীসা আর নেই। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি সদরের অনন্ত বিহারী মাস্টার পাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনন্ত বিহারী খীসা পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সভাপতি প্রসীত বিকাশ খীসার বাবা।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার দুপুর ২ টায় অনন্ত বিহারী মাস্টার পাড়া শ্মশানে তাঁর দাহক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনন্ত বিহারী খীসা ১৯৩৭ সালের ১লা নভেম্বর খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার খুলারাম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরীতে যোগদান করেন এবং ১৯৯৫ সালে অবসরে যান। অবসরকালীন সময়ে তিনি বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে অবৈতনিক দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।