রাঙামাটিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় ভাসমানরত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে লংগদু উপজেলার সেনা ক্যাম্প কোয়ার্টারের পাশে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

রাঙামাটির লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, স্থানীয়রা কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

ওই যুবকের গায়ে ছিল সবুজ রঙের চেক শার্ট, কালো জিনসের প্যান্ট। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।