মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা কর্মসূচি স্থগিত অস্ট্রেলিয়ার - Southeast Asia Journal

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা কর্মসূচি স্থগিত অস্ট্রেলিয়ার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারকে পাশ কাটিয়ে রোহিঙ্গাসহ সংখ্যালঘুদের ত্রাণ সহযোগিতা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, সোমবার (৮ মার্চ) দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে মিয়ানমারের শ্রমিক ইউনিয়ন। ক্রমেই মিয়ানমারের জান্তা সরকারের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। ভ্রমণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এবার অনেক দেশই তুলে নিতে শুরু করছে সহযোগিতার হাত।

১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের জবাবে মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগি কর্মসূচি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সুচিসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো থেকে বিরত থাকার আ্হ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, আমরা চায় খুব দ্রুত মিয়ানমারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যেকোন ধরনের সহিংস আচরনের বিপক্ষে অস্ট্রেলিয়া।

সেই সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারকে পাশ কাটিয়ে রোহিঙ্গাসহ সংখ্যালঘুদের ত্রাণ সহযোগিতা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে, নির্মাণ, কৃষিসহ ৯টি শ্রমিক ইউনিয়নের ডাকে মিয়ানমার জুড়ে চলছে ধর্মঘট। সেনা সরকারের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির ডাক দেয় মিয়ানমারের শ্রমিক ইউনিয়ন।

বিক্ষোভ দমাতে ইয়াঙ্গুনের সড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাসপাতাল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে টহল দিচ্ছে তারা। সেনা বাহিনী বিরোধী বিক্ষোভ চলছে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে।

১ মাস ধরে চলা সেনা বিরোধী আন্দোলনে এপর্যন্ত প্রাণ গেছে অর্ধশতাধিক। এরমধ্যে কেবল ৩ মার্চের সংঘর্ষে প্রাণ গেছে ৩৮ জনের। আটকের সংখ্যা দেড় হাজারের বেশি।

এরআগে, মিয়ানমার সংকট নিরসনে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে মনে করে চীন।