যৌন নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার ৪০টি শহরে বিক্ষোভ
 
নিউজ ডেস্ক
যৌন নিপীড়নের প্রতিবাদে অস্ট্রেলিয়া জুড়ে এক লাখেরও বেশি নারী এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবারে (১৫ মার্চ) ওই কর্মসূচির আওতায় ক্যানবেরা, সিডনি, মেলবোর্নের মত প্রধান শহরগুলোসহ প্রায় ৪০টি শহরে নারীরা পদযাত্রায় সামিল হয়েছেন।
গত মাসের শেষে অভিযোগ উঠে ১৯৮৮ সালে এক নারীকে ধর্ষণ করেছিলেন অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টার। যদিও এই অভিযোগ অস্বীকার করেন পর্টার। এরপর সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স ফেব্রুয়ারিতে অভিযোগ আনেন, ২০১৯ সালে এক মন্ত্রীর কার্যালয়ে এক সহকর্মী তাকে ধর্ষণ করেন।
এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির সাধারণ জনগণ। সোমবার বিক্ষোভ করেন লাখো নারী। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ হয়েছে। অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নিপীড়নের বিষয়ে একটি ভয়াবহ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে বলে সমাবেশে জানান সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স।
হিগিন্স জানান, আমার ঘটনাটি সামনের পাতায় আসার একটাই কারণ। এটি নারীদের মনে করিয়ে দিয়েছে এমন ঘটনা সংসদেও ঘটতে পারে। সত্যিকার অর্থে যে কোনো জায়গাতেই এমনটা ঘটতে পারে।
এদিকে নারীদের যৌন নির্যাতনের প্রতিবাদে হওয়া এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট পরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, আজ অনেক শহরে নারী পুরুষরা সমাবেশ করছে, নারীদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। এটা ভাল এবং সঠিক। তারা এর মাধ্যমে তাদের উদ্বেগ এবং হতাশা প্রকাশ করতে পারছে। এটাই গণতন্ত্র।
অস্ট্রেলিয়ার ৪০টি শহরের বিক্ষোভের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে ক্যানবেরায়।
