রাজশাহীতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান
নিউজ ডেস্ক
রাজশাহীর তানোরে আলুখেতের মধ্যে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমান-১৫২ আছড়ে উল্টে পড়েছে। ১৬ মার্চ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আকাশে ওড়ার পরই আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি। তবে এতে থাকা ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান ও ক্যাডেট নাহিদ এরশাদ নিরাপদ রয়েছেন। বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে জমিতে পড়ে। গ্রামের মধ্যে বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় করছে।
ক্যাপ্টেন মাহফুজুর রহমান বলেন, আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। ক্যাডেট নাহিদ এরশাদ বলেন, ইঞ্জিনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিনের তেলের তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। তাদের করার কিছু ছিল না। তাঁরা ইঞ্জিন পাচ্ছিলেন না।
সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে একটি আলুক্ষেতে বিমানটির জরুরি অবতরণ করা হয়।
তিনি বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটি এজিজি প্রশিক্ষণ বিমানটির জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে। এই সময় সামনের চাকা ভেঙে বিমানটি উল্টে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি। ২০১৫ সালে এই ক্লাবের আরেকটি বিমান রাজশাহী বিমানবন্দরে আছড়ে পড়ে মারা যান এক নারী প্রশিক্ষণার্থী।