সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা - Southeast Asia Journal

সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ৬টার পরে এটি আঘাত হানে। স্থানীয় গণমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, জাপানের ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার স্কেলটিতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সুনামির ঢেউ এক মিটার উঁচু দিয়ে বইছে। তাই মিয়াগি অঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সুনামির সতকর্তা জারি করায় ওয়াতারি শহরটির বাসিন্দাদের সরিয়ে নেয়ার আদেশ জারি করেছে। দু’হাজার বাড়ির ছয় হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে ।