নেত্রকোনায় ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিরামপুরে ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন দুর্গাপুরের আড়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি’র সুবেদার হুমায়ুন কবীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল গত সোমবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে আড়াপাড়া সীমান্ত এলাকায় টহল দান কালে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানায় জিডি করা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৩শ ৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে পোনাগুলো নিলামে বিক্রয় করা হয়। তবে এঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা। গত বুধবার (২৪ মার্চ) দিবাগত মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকার দক্ষিণ দাউদপুর কাঁচা রাস্তার ওপর থেকে পোনাগুলো জব্দ করা হয়।
বিজিবি’র দাউদপুর ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ দাউদপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তা দিয়ে ভ্যানে করে কয়েকটি ড্রাম নিয়ে যাচ্ছিল ভ্যান চালক। পরে সেই ভ্যানে থাকা ড্রামগুলো তল্লাশি করে সেখানে ৪টি ড্রামে শিংমাছের পোনা জব্দ করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে সরকারি নিয়ম অনুযায়ী পোনাগুলো নিলামে বিক্রয় করা হয়। চারটি ড্রামে থাকা ৩৮৪ কেজি শিংমাছের পোনা ভ্যাটসহ মোট ১ লাখ ৫৩ হাজার ৬শ টাকা মূল্যে নিলাম করা হয়েছে বলে জানান তিনি।