হামলা-সহিংসতায় শেষ পশ্চিমবঙ্গে ভোট, নিহত ১
নিউজ ডেস্ক
পশ্চিমবাংলায় বিচ্ছিন্ন হামলা সহিংসতার মধ্য দিয়ে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ২৭ মার্চ শনিবার সকালে শালবনিতে হামলার শিকার হন বাম জোটের প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ। এ সময় তার গাড়িতে ভাংচুর করে দুর্বৃত্তরা। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে।
এছাড়া ভোটগ্রহণ চলছে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে। সেই কেন্দ্রের সাবাজপুটে একটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে হামলা হয় বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীর গাড়িতে। এই ঘটনায় আহত হয়েছেন তার গাড়ির চালক।
দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপি-তে যোগ দেন সৌম্যেন্দু। এই ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণের মাজনায় বন্ধ করা হয়েছে ভোটগ্রহণ। তবে, এইসব ঘটনার জন্যই তৃণমূলকে দায়ি করছে ভুক্তভোগীরা।
অন্যদিকে সৌম্যেন্দুর গাড়িতে হামলার বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী নমিতা রায় পাল্টা অভিযোগ করে বলেন, বাইরে থেকে লোক এনে বিজেপি গণ্ডগোল করছে।
টুইট বার্তায় সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মোদি-মমতা। শনিবার স্থানীয় সময় সকাল ৭ টায় রাজ্যের ৩০ আসনে এক যোগে শুরু হয় ভোট গ্রহণ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯১ প্রার্থী। আসামসহ মাওবাদী অধ্যুষিত দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট হচ্ছে।
এদিকে করোনার সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। ভোটগ্রহণ চলছে আসামেও।