বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, ভারতে সর্বোচ্চ শনাক্ত - Southeast Asia Journal

বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, ভারতে সর্বোচ্চ শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১১ হাজার ৮শোর বেশি মানুষ। এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণহানি ৪ হাজার ২শো জনের বেশি। বিশ্বে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫ লাখ ৭৬ হাজার, যার মধ্যে ভারতে মিলেছে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার রোগী।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রানহানি ২৮ লাখ ৮৬ হাজার ছাড়াল, মোট আক্রান্ত ১৩ কোটি ৩০ লাখের বেশি।

বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।একদিনে মারা গেছে ৪ হাজার দুশোর বেশি মানুষ। নতুন রোগী মিলেছে ৮২ হাজার। করোনাভাইরাসের তুলনামূলক বেশি সংক্রামক স্ট্রেইন বা ধরনের কারণে ও হু হু করে সংক্রমণ বাড়ছে। দেখা দিয়েছে হাসপাতালে শয্যা সংকট।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শিগগির যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে লাতিন আমেরিকার এই দেশটি । এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার মৃত্যু হয়েছে দেশটিতে। তবে বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা আরও অনেক বেশি।

এদিকে ভারতে ভয়াবহ রুপ নিচ্ছে করোনার নতুন ধরণ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ১ লাখ ১৫ হাজার মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বোচ্চ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে। ভারতের মধ্যে এখন ছত্তিশগড়, দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশেই দৈনিক শনাক্তের উল্লম্ফন দেখা যাচ্ছে।

দেশটির রাজ্যগুলোর মধ্যে ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৫ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের এ রাজধানী শহর প্রথমবারের মতো একদিনে এক লাখের বেশি শনাক্তকরণ পরীক্ষা করার পর সংক্রমণের এ ঊর্ধ্বগতির চিত্র মিলল। দৈনিক শনাক্তে লাগাম টানতে দিল্লির কর্তৃপক্ষ এরই মধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউও দিয়েছে।

এর আগে সোমবার একদিনে এক লাখ ৩ হাজার ৫৫৮ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল ভারতের স্বাস্থা মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সময় সকালে কর্তৃপক্ষের দেওয়া হিসাবে সে রেকর্ড ভেঙে গেল। এদিন কর্তৃপক্ষ ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার ৭৩৬ নতুন রোগীর পাশাপাশি ৬৩০ জনের মৃত্যুর কথাও জানিয়েছে।

এদিকে দিল্লীতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া টিকাদান কর্মসূচি শুরুর পর এক দিনে সবচেয়ে বেশি ৪৩ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন ভারতে ।

আর্জেন্টিনায়ও শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলেছে এল সাল্ভাদরে।

এদিকে ভারতের কোভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে মেক্সিকো সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নির্বাচন পিছিয়েছে চিলি সরকার।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে একদিনে ৮৮৯ জন মারা গেছে। রোগী পাওয়া গেছে ৬১ হাজার। নিউ ইয়র্কে তরুন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ শিথিল হচ্ছে না বলে জানিয়েছেন ক্যালিফর্নিয়ার গভর্নর।