নেত্রকোনার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী জব্দ করেছে বর্ডার গার্ড নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দকৃত মেহেদীর আনুমানিক মূল্য ৬,৬৯,৯১০ টাকা। ১২ এপ্রিল সোমবার দুপুরে নেত্রকোনা বিজিবির উপ অধিনায়ক নুরুদ্দীন মাকসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সোমবার (১২ এপ্রিল) সকালে জেলার দূগার্পুর উপজেলার ২ নং দূগার্পুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্ত পিলার ১১৬৩ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মিনকি নামক এলাকা হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৪৬৪০ পিস ভারতীয় কাবেরি মেহেদী জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করার প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।