বান্দরবানে যৌথবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ২ এমএলপি সদস্য আটক
 
নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা বান্দরবানে মগ লিবারেশন পার্টি-এমএলপি’র ২ সদস্যকে একটি শটগান ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃত মংএচিং মারমা (৩২) রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার তাইতংপাড়ার নিচাই মারমার ছেলে এবং কালা মারমা মেম্বার ওরফে হাইসিং মং মারমা (৩০) একই এলাকার মংমারা চিং মারমার ছেলে। তাদের মধ্যে প্রথমজন মগ লিবারেশন পার্টির চাঁদা কালেক্টর এবং দ্বিতীয়জন সহযোগী হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দুজন রাঙ্গামাটি জেলার রাজস্থলী হতে বান্দরবান জেলার বাকীছড়াপাড়ার দিকে যাচ্ছিলেন।

সূত্র মতে, ১৯ এপ্রিল সোমবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে একটি মোটরসাইকেল যোগে ২ ব্যক্তি বান্দরবানে কুহালং ইউনিয়নের ডলুপাড়া সেনা ক্যাম্পের চেকপোষ্ট অতিক্রম করার সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামতে নির্দেশ দেয়, এসময় আটকৃতরা মোটরসাইকেলের গতি বৃদ্ধি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুদূর গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে পড়ে যায়। এসময় চেকপোষ্টে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
এসময় মোটরসাইকেল ও আটককৃতদের তল্লাশি করে একটি একনলা শর্টগান, ৪টি কার্তুজ (একটি শর্টগানে লোড করা অবস্থায়), দুটি মোবাইল ফোন, নগদ ৬হাজার ২শত ১০টাকা পাওয়া যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌদুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
