খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরীর নামে থানায় মামলা হয়েছে। সাগর চৌধুরী গুইমারা উপজেলার ডার্জিলিং পাড়া এলাকার মৃত নিরঞ্জন চৌধুরীর ছেলে। ভুক্তভোগী ওই নারী একজন স্কুলশিক্ষিকা এবং দুই সন্তানের জননী।
মামলা সূত্রে জানা গেছে, সাগর ওই স্কুল শিক্ষিকাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত রবিবার বিকেলে স্কুলের মিটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তিনি কংক্য মাস্টারের ব্রিজের পাশে আসলে সাগর তাকে গতিরোধ করে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ওই শিক্ষিকাকে চুলের মুঠি ধরে সাগর তার বাড়িতে নিয়ে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সাগর তাকে রড দিয়ে পেটায়।
এ সময় লোকজন বাড়ির চারপাশে জড়ো হলেও সাগরের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে প্রাণ রক্ষার্থে বিবস্ত্র অবস্থায় দৌড় দিয়ে ব্রিজের ওপর পড়েন স্কুল শিক্ষিকা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত ২০ এপ্রিল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গুইমারা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গুইমারা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান, মামলা হওয়ার পর থেকে সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে সাগর পলাতক আছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বরে অভিযুক্ত সাগর চৌধুরী তার স্ত্রী মাধবী রায় চৌধুরী ওরফে পিংকিকে (২৫) মারধর এবং গলাটিপে হত্যার দায়ে দীর্ঘদিন কারাগারে ছিল।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম মঙ্গলবার বিকালে সাগর চৌধুরীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।