ভারতে কিছুটা কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
 
নিউজ ডেস্ক
এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর ভারতে কিছুটা কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সোমবার দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার রোগী শনাক্ত হয়েছে। গত ২ দিন এই সংখ্যা ছিল সাড়ে ৩ লাখের আশেপাশে।
গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ হাজার ৭৬৪ জন। যা ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ। এদিকে, ভারতের করোনার ভয়াবহতায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির সংকট মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডব্লিউএইচও-এর মহাসচিব টেড্রস অ্যাডানম গেব্রিয়াসুস।
করোনা সংক্রমণ রোধে ভারতের পাঞ্জাব, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে জারি নেয়া হয়েছে কারফিউ এবং লকডাউনের মতো পদক্ষেপ।
এদিকে বিশ্বে করোনায় একদিনে সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৩১ লাখ ৩৩ হাজার। নতুন প্রায় পৌনে ৬ লাখ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৮৪ লাখের বেশি।
২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে ১ হাজার ২৭৯ জন। নতুন শনাক্ত ২৯ হাজারের বেশি। ইরানে সোমবার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ২১ হাজার। এছাড়া, যুক্তরাষ্ট্রে বেড়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৪৪১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৭৩ জন।
এছাড়াও কলম্বিয়ায় ৪৪৮, আর্জেন্টিনায় ৪৪৩ ও ফ্রান্সে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, সংক্রমণ কমায় প্রায় ২ মাস পর ইতালিতে খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় সব কিছু।
