খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন মাটিরাঙার শ্রমজীবি মানুষ। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে মাটিরাঙ্গার কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা, হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটনসহ প্রমুখ।
অনুষ্ঠানে শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরে পুরো উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহবান জানান তিনি।
এরপর সকাল ১১টায় গুইমারা উপজেলার কর্মহীন ৬শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়স্থ অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী উপজেলার গুইমারা সদর ইউপির ২শ ২০জনের মধ্যে তুলে দেন তিনি। ধারাবাহিকভাবে বাকী ইউটিনয়নেসহ মোট ৬শ এর মাঝে সামগ্রী বিতরণ হবে এই ইফতার সামগ্রী।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য মংক্যচিং চৌধুরী, মেমং মারমা, হিরজয় ত্রিপুরা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবু তাহেরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া, সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, আশুতোষ চাকমা, হিরেনজয় ত্রিপুরা, শাহিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ম্রাগ্য মারমা, থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মোঃ শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, মো আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১টার দিকে জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে কোভিড-১৯ মহামারী উত্তোরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী ৫০০ দুঃস্থ, দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৭ এপ্রিল মঙ্গলবার খাগড়াছড়িতে কোভিড-১৯ মহামারি উত্তরণের জন্য কর্মহীন দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সকাল ১১টায় জেলা সদরের কদমতলীস্থ এমপির বাংলোয় বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, লবণ, আলু, পেঁয়াজ,ডাল, ছোলা, তেল ও খেজু। এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষরা। এর মধ্যে প্রথম দিনে খাগড়াছড়ি জেলা সদরের ১ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন এই ইফতার সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা, মাঈন উদ্দিন, নিলোৎপল খীসা, শতরূপা চাকমাসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সূত্র জানায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে কোভিড-১৯ মহামারি করোনা উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভাসহ মোট সাড়ে ৭ হাজার অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।