দেড় মাসে শনাক্তের হার সর্বনিম্ন, মারা গেছেন আরো ৬০ জন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ৬০ জন। এ নিয়ে প্রাণ গেল ১১ হাজার ৫১০ জনের। তবে করোনা শনাক্তের হার নিম্নমুখী। দেশে গত এক দিনে ১ হাজার ৪৫২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

সরকারি পরিসংখ্যান ঘেঁটে জানা গেছে, গত ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর পর থেকে ১৫০০ এর নিচে নামেনি দৈনিক করোনা শনাক্ত। কিন্তু প্রায় দেড় মাস পর আবারো শনাক্ত ১৫০০ এর নিচে। হার ৯ দশমিক ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন হয়েছে। আর দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫১০ জন। আক্রান্তদের মধ্যে আরো ৩ হাজার ২৪৫ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা সাত লাখ পেরিয়ে যায় গত ১৪ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।