ভারতে আরো ৪ হাজারের বেশি মৃত্যু, ১৫ দিনের লকডাউনে পশ্চিমবঙ্গ - Southeast Asia Journal

ভারতে আরো ৪ হাজারের বেশি মৃত্যু, ১৫ দিনের লকডাউনে পশ্চিমবঙ্গ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে প্রতিদিনই করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় মৃত্যুর মারা গেছেন ৪ হাজার ৯০ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট দুই লাখ ৭০হাজার মানুষের মৃত্যু হলো। আর দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন।করোনা মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনের লকডাউন। আগামী ৩০ মে পর্যন্ত জরুরি সেবার সাথে জড়িত কার্যালয় ছাড়া সব সরকারি-বেসরকারি দপ্তর বন্ধ থাকবে।

এর মধ্যে পুরোপুরি বন্ধ থাকবে বাস, মেট্রো ও ফেরি চলাচল। শিক্ষা প্রতিষ্ঠানও থাকছে বন্ধ। রাজ্যটিতে একদিনে গড় শনাক্তের সংখ্যা ২০ হাজারের বেশি, আর মৃত্যু শতাধিক। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬০ বছর বয়সী অসীম।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। তাদের হিসাব মতে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬ জন।

ভারতে এত সংক্রমণের জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। এছাড়া সংক্রমণ বৃদ্ধির মধ্যেও নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হচ্ছে। অক্সিজেন, জরুরি ওষুধ, হাসপাতালে শয্যার অভাবসহ নানা গুরুতর সংকটে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করতে পারে এমন আশঙ্কার কথা বিজ্ঞানীরা আগে জানালেও তাতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার পরিস্থিতিও উদ্বেগজনক।

এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের করোনা সংকটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা জরুরি চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে। বিদেশি সহায়তা ভারতে পৌঁছাচ্ছে।