চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে ৭ দিনের লকডাউন

নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন। রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার দুপুরে জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে।
বৈঠকে মঙ্গলবার থেকে আগামী ৭ দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ সর্দি-জ্বরে আক্রান্ত হলেও করোনা আতঙ্কে নমুনা পরীক্ষা না করিয়ে অসুস্থ শরীরেই অবাধে চলাচল করায় দ্রুত ছড়িয়ে ভাইরাস পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সচেতনতার অভাবে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং করোনা নিয়ন্ত্রণে আনতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ১,২৭৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর এক হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ২৫ জন।