জুলাইয়ে চার আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকা-১৪, লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও কুমিল্লা-৫ শূণ্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির আজকের সভায় এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, মধ্য জুলাইয়ে নির্বাচন করতে গেলেও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে সিইসির বিশেষ ক্ষমতাবলে নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনের জন্য সময় বাড়ানো হবে।
সচিব জানান, উপনির্বাচনগুলোর বিস্তারিত তফসিলের বিষয়ে আগামী ২ জুন কমিশন সভা শেষে জানানো হবে। ওই সভাতেই করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।
সচিব জানান, করোনা পরিস্থিতির কারণে বিদ্যমান লকডাউন বাড়ানোয় স্থগিত থাকা নির্বাচনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় পেছানো হয়েছে। তবে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।