ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মাদকসহ চোরাকারবারী আটক - Southeast Asia Journal

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মাদকসহ চোরাকারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একাশিপাড়া গ্রাম থেকে চোলাই মদসহ আমির হোসেন (৪৯) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৮ মে) সকালে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আমির হোসেন মহেশপুর উপজেলার সেজিয়া উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মণ্ডলের ছেলে।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সীমান্তে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির শ্যামকুড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ আমির হোসেনকে আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।