খাগড়াছড়িতে নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গল থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশার (৩৮) নামের এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাঙলা টিলা (পাঞ্জাবী টিলা) এলাকায় নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাসার একই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার (২৭ মে) বিকেলের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যান মো. আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ নেয়া শুরু করেন। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পরেরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ দেখতে পায় তারা।
পরে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের শ্বশুর মো. ইসমাইল বলেন, ‘আমার জামাই এলাকায় সকলের বিপদ-আপদে ছুটে যেতো। সে কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু তাকে এভাবে অসময়ে জীবন দিতে হবে তা আমরা কখনো ভাবতে পারিনি। এখন আমার মেয়ে ও নাতি-নাতনিদের কী হবে?’।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
