ঘানায় স্বর্ণ খনি ধসে ৯ জনের প্রাণহানি - Southeast Asia Journal

ঘানায় স্বর্ণ খনি ধসে ৯ জনের প্রাণহানি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলতি সপ্তাহে ঘানার উত্তরাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ায় ৯ জনের প্রাণহানির হয়েছে। এখনো সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে ঘানা পুলিশ। খবর এএফপি’র।

পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে সর্বশেষ এ খনি দুর্ঘটনা ঘটে। সেখানে আমাদের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার কো হয়।

উল্লেখ্য, ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে পশ্চিম আফ্রিকার এ দেশের। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো-আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।