টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১ - Southeast Asia Journal

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়র (র‌্যাব-১৫) এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়াপাড়ার মমতাজ উদ্দিন নামে এক মাদক ব্যববসায়ীকে আটক করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের হোয়াইক্যং বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং নয়াপাড়ার হোছন আলীর পুত্র মমতাজ উদ্দিনকে (৩৯) একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৯ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।