রাজশাহী হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬ করোনা রোগীর মৃত্যু - Southeast Asia Journal

রাজশাহী হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬ করোনা রোগীর মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মারা গেছে ১৬ জন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ।

এদিকে, করোনা মোকাবিলায় খুলনার সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এবং রুপসা উপজেলায় আজ থেকে ৭ দিকের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরায় শনিবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ হার ও মৃত্যু বেড়েই চলছে। তারপরও লকডাউন চলছে ঢিলেলাঢালাভাবে। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের মধ্যে কোন সচেতনতা নেই।

রাজশাহীতে করোনা শনাক্তের হার উদ্বেগজনক হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ কম থাকায় সংক্রমণের হার বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগী। এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। গতকালও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে চাপাইনবাবগঞ্জের ৫, রাজশাহী ২, নওগাঁ ও পাবনা জেলার দুইজন।

মৃতদের মধ্যে আইসিইউতে মারা গেছেন ৫ জন, বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন চারজন। এছাড়াও করোনা ইউনিটে ভর্তি আছে ২২৪ জন রোগী।
গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩০ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৯ রোগী।

রাজশাহী মেডিকেলে এক সপ্তাহে মারা যাওয়া রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ ২৩ জন, রাজশাহীর ১৩, নওগাঁর ৫ ও নাটোরের ৪ জন।

২৫ মে রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিলো ১৬ দশমিক ৫৯ শতাংশ। ২৭ মে এই হার বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ৫৩ শতাংশে। এরপর রোগী শনাক্তের হার ৩০ শতাংশের মধ্যে থাকলেও পয়লা জুন বেড়ে হয় ৪২ দশমিক ৫৮ শতাংশ।