রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেনাবাহিনীর সহায়তা - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেনাবাহিনীর সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পৌর এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে ত্রাণ সহায়তায় তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন।

বৃহস্পতিবার (৩ জুন) শহরের সুবিধাবঞ্চিতদের হাতে ত্রাণ তুলে দেন রাঙ্গামাটির সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রেজাউল করিম।

এসময় রাঙ্গামাটি জোনের অ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. নাছমুছ ছাকিবসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি ডাল, এক কেজি লবণ দেয়া হয়।

রাঙ্গামাটির সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রেজাউল করিম বলেন, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের জীবনধারণে তাদের পাশে দাাঁড়িয়ে সবসময় কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

You may have missed