লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে গাঁজাসহ আটক ১ - Southeast Asia Journal

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে গাঁজাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে ৪কেজি প্রক্রিয়াজতকৃত গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা।

গত ৫ জুন শনিবার উপজেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন মাষ্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ গাঁজা ব্যবসায়ী শান্তি জীবন (৩২)কে ৪ কেজি প্রক্রিয়াজতকৃত গাঁজাসহ আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ী এলাকায় অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়।

এ সকল দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে।

এদিকে, পাহাড়ে স্থিতিশীলতা বজায় ও মাদকমুক্ত সমাজ গঠনে এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।