খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান ভারতীয় ঔষধ উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

গত ১০ জুন বৃহস্পতিবার গভীর রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার ১০ নং মুসলিমপাড়া মেম্বারটিলা এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল তল্লাশী চালিয়ে এসব ঔষধ উদ্ধার করে বলে জানা যায়।
সূত্র জানায়, অপারেশন উত্তরণের আওতায় পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি অত্র এলাকার মানুষের জান মাল এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ১০ নং মুসলিমপাড়া মেম্বারটিলা এলাকায় অভিযান চালায় মাটিরাঙ্গা জোনের একটি সেনা টহল দল। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধ নিমসুলাইড ১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেটের তিনটি বস্তা উদ্ধার করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা।
অভিযান ও ঔষধ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মহসীন হাসান জানান, উদ্ধারকৃত তিন বস্তা ভারতীয় ঔষধ মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । অত্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে মাটিরাঙ্গা জোন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে বলেও জানান তিনি।
