বান্দরবানে পুলিশি অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ - Southeast Asia Journal

বান্দরবানে পুলিশি অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফুলতলী এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা।

আটক ব্যক্তি হলেন- উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডের হাজীর মাঠ এলাকার মৃত নুরুল হকের ছেলে আজিজুল মোস্তাফা ওরফে মনিয়া (২৫)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

এর আগে ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টায় সদর ইউনিয়নের ভাল্লুখ্যাইয়া এলাকা থেকে ৪৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৭ লাখ টাকা।

জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচায় প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছেন। সম্প্রতি টেকনাফকে হার মানিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাহাড়ি জনপদের সড়কটি।