একদিনে ৮ জেলায় ৪২ জনের মৃত্যু - Southeast Asia Journal

একদিনে ৮ জেলায় ৪২ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনা জেলা সহ ৮ জেলায় করোনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন।

খুলনা বিভাগের ৬ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত ২৫ জন। এর মধ্যে খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ৫ জন, সদর হাসপাতালে ১ জন ও বেসরকারি হাসপাতাল খুলনা গাজী মেডিকেল কলেজে ৪ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে জেলায় শুরু হয়েছে ৭দিনের লকডাউন । ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যসহ ৪ জন মারা গেছেন।

এছাড়া, নাটোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরো ৭দিন বাড়ানো হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে ফরিদপুরের তিন পৌর এলাকায় শুরু হয়েছে কঠোর বিধি-নিষেধ।

রাজশাহী ও খুলনা মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হওয়াদের বেশিরভাগই গ্রামের। নানা জটিলতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ না নিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসক বা ওষুধের দোকানে।

তাদের অভিযোগ, কোন সহযোগিতা করছে না স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ভুল চিকিৎসার শিকার হয়ে অনেক রোগীকেই পড়তে হচ্ছে জটিল পরিস্থিতিতে।

রাজশাহী বিভাগের আট জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ২২১ জন। আক্রান্তদের বেশিরভাগই রয়েছেন বাড়িতে। পরিস্থিতি বুঝে তারা স্মরনাপন্ন হচ্ছেন পল্লী চিকিৎসক কিংবা ওষুধ বিক্রেতাদের। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগও করেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সংক্রমণ ঝুঁকির অজুহাতে দেখা করেননি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। তবে মোবাইলে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত অনেক রোগীই ভুল চিকিৎসার শিকার হওয়ায়, বাড়ছে মৃত্যু ঝুঁকি।

ভুক্তভোগীরা মনে করেন, স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এজন্য তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা।