বান্দরবানে নওমুসলিম ওমর ফারুককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন - Southeast Asia Journal

বান্দরবানে নওমুসলিম ওমর ফারুককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম ইমাম ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন করে খুনিদের গ্রেফতার ও বিচার দাবী করেছে আলেম ওলামাসহ স্থানীয়রা।

আজ ২৪ জুন (বৃহস্পতিবার) সকালে রামগড় বাজারে পুলিশ বক্সের সামনে কাওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতী মীর হোসেন এর সভাপতিত্বে কাওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এবং ইসলামী আন্দোলন রামগড় শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সংগঠনের আলেম-মাওলানা সহ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা, অস্ত্রধারীদের গুলিতে শহীদ হওয়া ইমাম ওমর ফারুকের রুহের মাগফেরাত কামনা এবং পরিবাররের জন্য দু’হাত তুলে মোনাজাত করে দোয়া করেন। এসময় তারা বলেন, পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি করতে সন্ত্রাসীরা বিভিন্ন সাধারণ জনগণকে গুম হত্যার পাশাপাশি এখন ইমামদের হত্যা করা শুরু করেছে আর এভাবে চললে পার্বত্য এলাকায় অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে।

এসময় বক্তারা আরো বলেন, ইমাম হত্যাকারীদের যথাযথ শাস্তি দাবি করে পাহাড়ী জনপদে বসবাসরত সকল সন্ত্রাসীদের মুলোৎপাটন, সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম সমাজের নিরাপত্তা প্রদানসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার প্রচার সম্পাদক আবদুল হান্নান মনসুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই নিজামী, কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা কারী নুর হোসাইন, সংগঠনটির খাগড়াছড়ি যুগ্ন সম্পাদক শহিদ উল্যাহ, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক, পার্বত্য নাগরিক সুরক্ষা অধিকারের রামগড় উপজেলা আহ্বায়ক মো. ইউনুছসহ প্রমুখ।

এদিকে, নওমুসলিম ওমর ফারুক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে কর্মসূচী ঘোষনা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচীর কথা জানায় সংগঠনটি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে আগামীকাল (২৫ জুন) শুক্রবার সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের শাপলা চত্বরে ও বান্দরবান জেলা শাখার উদ্যোগে মুক্তমঞ্চে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করার ঘোষনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ জুন (শুক্রবার) রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্ষুদ্র নৃ-গোষ্টির ত্রিপুরা সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারী মো.ওমর ফারুককে গুলি করে হত্যা করে। আর এই ঘটনায় রোয়াংছড়ি থানায় অজ্ঞাত পরিচয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।