করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের বিশেষ মানবিক সহায়তায় প্রদান - Southeast Asia Journal

করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের বিশেষ মানবিক সহায়তায় প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের এর পক্ষ থেকে বুধবার সকালে সিন্দুকছড়ি মুখ পাড়া এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক।

এ সময় তিনি বলেন, করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক মেজর মোঃ এমরান হোসেন’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

You may have missed