মুজিববর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বৃক্ষরোপন অভিযান - Southeast Asia Journal

মুজিববর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বৃক্ষরোপন অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ও মুজিব বর্ষে বৃক্ষরোপন, সোনার বাংলার স্বপ্ন বপন” এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়ি জোনের আওতাধীন পঙ্খীমুড়াতে পরিত্যাক্ত ক্যাম্পের জায়গাতে বৃক্ষরোপন করেছে সেনাবাহিনী।

গত ১১ জুলাই রবিবার সকাল ১১ টায় বৃক্ষরোপন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড় ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এ সময় তিনি বলেন, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পাহাড়ধ্বস, ভূমি ক্ষয় এবং পরিবেশ রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের জনগনের সার্বিক কল্যানে তাদের দায়িত্ব পালন করছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মনজুরুল হক ও অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ।