খাগড়াছড়িতে ধান্য জমির পাড় কাটার জেরে উপজাতিদের হামলায় আহত ৩ কৃষক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ধান্য জমির পাড় কাটার জেরে উপজাতিদের হামলায় আহত ৩ কৃষক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার সাপমারাস্থ নোনাবিলে ধানের জমির পাড় কাটতে গিয়ে প্রতিপক্ষের উপজাতিদের হামলায় পিতা-পুত্রসহ তিন কৃষক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাপমারা’র নোনাবিল গ্রামের প্রান্তিক কৃষক আবদুল হালিম তাঁর দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে বুধবার (১৪ জুলাই) সকালে জমিতে হাল-চাষ করছিলেন। এই সময় তাঁরা জমির পাড় পরিস্কার করতে গেলে পার্শ্ববর্তী টিলার অধিবাসী পূর্ণ কুমার ত্রিপুরা ও তাঁর ছেলে বিমল কুমার ত্রিপুরা তেড়ে এসে তাদের উডর উপুর্যপুরি হামলা করেন।

এতে আবদুল হালিম (৫০) ও তাঁর ছেলে রাকিবুল ইসলাম (২৫), রিফাত ইসলাম (২২) গুরতর আহত হন। খবর পেয়ে প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিলে চিকিৎসক ডা. মহিউদ্দিন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপমারা’র নোনাবিলে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।