আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর - Southeast Asia Journal

আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেপালে প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে জয় পেয়েছেন শের বাহাদুর দেউবা। গেল মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুর্নবহাল হওয়ার কিছুদিনের মধ্যেই এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

৭৫ বছর বয়সী দেউবা এর আগে চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছে দেউবা যেখানে তার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন বাকি ৮৩ ভোট।

প্রধানমন্ত্রী হিসেবে দেউবার প্রথম দায়িত্ব হবে সবাইকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এখন পর্যন্ত নেপালে ৬ লাখ ৬৭ হাজার ১০৭ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মাত্র ৪ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। ১৩ লাখ মানুষ নিয়েছেন করোনার প্রথম ডোজ।