আফগানিস্তানে পৃথক বিমান হামলায় নিহত তালেবানের ২৭ যোদ্ধা - Southeast Asia Journal

আফগানিস্তানে পৃথক বিমান হামলায় নিহত তালেবানের ২৭ যোদ্ধা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে দেশটির বিভিন্ন এলাকায় লড়ছে। রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত আফগান নিরাপত্তা বাহিনী। এ সুযোগে দেশের অন্যান্য অঞ্চল বিনা বাধাতেই দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা। এদিকে, শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের বিমান বাহিনীর হামলায় বৃহস্পতিবার রাতে ১৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া কাপিসা প্রদেশের নিজরাব জেলায় অপর বিমান হামলায় তালেবানের ১০ জন নিহত হয়েছে।

খবরে বলা হয়, আফগানিস্তানে তালেবানদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকে সহায়তা করতে আমরা বিমান হামলা চালিয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কিরবি।

হেলমান্দ, কাপিসা, কুন্দুজ, তাকার, বাদাখশান, লোগার, কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হচ্ছে তালেবান যোদ্ধাদের। সংঘর্ষের মধ্যেই দেশের ২১৫ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে।

তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছেন মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি। এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে হামলা চলবে। তিনি আরও জানিয়েছেন, এ হামলার বৈধতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।