দেশে আসছে ভারতের দেয়া ২শ মেট্রিকটন অক্সিজেন
![]()
নিউজ ডেস্ক
ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ২শ মেট্রিকটন অক্সিজেন বাংলাদেশে পাঠাচ্ছে দেশটির কেন্দ্র সরকার। এই প্রথম অক্সিজেন সরবরাহের জন্য বিশেষায়িত এই ট্রেনে করে দেশের বাইরে অক্সিজেন পাঠাচ্ছে দেশটি।
শনিবার এক বিবৃতিতে এ তথ্য দেয় ভারত সরকার। সেখানে বলা হয় ১০ টি কনটেইনার করে অক্সিজেনগুলো নিয়ে আসা হবে। এরইমধ্যে বাংলাদেশে আসার জন্য অক্সিজেন এক্সপ্রেস ট্রেন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতজুড়ে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দেয়ার পর গত ২৪ এপ্রিল থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। যার মাধ্যমে দেশজুড়ে দ্রুত অক্সিজেন সরবরাহে করতে সক্ষম হয়েছে কেন্দ্র সরকার।
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।