টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
নিউজ ডেস্ক
টানা দুইদিনের ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের ভিলেইজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দ আলমের ছেলে আব্দু শুক্কুর, মোহাম্মদ জুবাইর, আবদুর রহিম, তার মেয়ে কোহিনুর আকতার এবং জইনাব।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পাহাড় ধসের খবর পেয়ে স্থানীয়রা রাতে মাটি সরিয়ে প্রথমে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হয় আরো ৩ জনের মরদেহ।
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব এলাকায় ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়েছিল বলেও জানান তিনি।
এদিকে, কক্সবাজারে পাহাড় ধস ও স্রেতের পানিতে ভেসে গিয়ে মঙ্গলবার ৬ রোহিঙ্গাসহ মারা গেছে ৮ জন। এনিয়ে জেলায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ৬ জন, টেকনাফে ৬ জন এবং মহেশখালীতে ১ জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।