খাগড়াছড়িতে অসুস্থ রোগীর চিকিৎসায় সেনাবাহিনীর সহায়তা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অসুস্থ রোগীর চিকিৎসায় সেনাবাহিনীর সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সাফিয়া বেগম নামে অসুস্থ এক রোগীর চিকিৎসায় সহায়তা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

২৯ জুলাই বৃহস্পতিবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে সাফিয়া বেগমের স্বামী মো. মুসলিম উদ্দিনের কাছে সহায়তার ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। রিজিয়নের জিএসও ২ (ইন্ট) মেজর জাহিদ হাসান এ চেক হস্তান্তর করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাফিয়া বেগমের স্বামী মুসলিম উদ্দিন। তিনি বলেন, দীর্ঘ ১ বছর ধরে অসুস্থ তার স্ত্রী। অর্থের অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। খাগড়াছড়ি রিজিয়নে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করলে সহায়তার হাত বাড়ায় সেনাবাহিনী। এ অর্থে চট্টগ্রামে সাফিয়া বেগমের চিকিৎসা করানো হচ্ছে।