আফগান সেনা-তালেবানের সংঘর্ষে ১৫ বেসামরিক নিহত, আহত শতাধিক
নিউজ ডেস্ক
আফগান সেনাবাহিনী এবং তালেবানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হয়েছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কয়েক দফা টুইট করে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, বিভিন্ন এলাকায় তালেবানের আক্রমণ এবং আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে কয়েক লাখ আফগান নাগরিক বাস্তুহারা হয়ে পড়েছে।
এর আগে ইউএনএএমএ এক টুইট বার্তায় জানায়, গত তিনদিনে লস্করগাহ শহরে সংঘর্ষে কমপক্ষে ১০ বেসামরিক নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছে। একই সময়ে কান্দাহারে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। এসব সংঘর্ষে হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছে আরও বহু মানুষ।
এদিকে, সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষকে বেসামরিকদের রক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মিশন। আফগান সরকারি বাহিনীর কাছ বিভিন্ন শহরের দখল নেয়ার জন্য তালেবান তীব্র হামলা চালাচ্ছে। এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা। তাদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন হাসপাতালেও ক্ষয়ক্ষতি হচ্ছে।
গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় তাখারসহ বেশ কিছু জেলা দখল করে নিয়েছে তালেবান। এখন পর্যন্ত দেশটির ২২৩টি জেলা তালেবানের দখলে চলে গেছে। অপরদিকে ৬৮ জেলার দখল এখনও সরকারি বাহিনীর হাতে রয়েছে।
এদিকে, আফগানিস্তান বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত টমাস নিকলাসন বলেছেন, আফগানিস্তানের যুদ্ধ আরও খারাপ দিকে মোড় নেবে বলে মনে করছেন তিনি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার আশংকা হচ্ছে তালেবান এখন আগের মতোই আবারও একটি ইসলামিক আমিরাত পুনঃপ্রতিষ্ঠার কথা ভাবছে।