উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল উখিয়ার বালুখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আটক ইয়াবা ব্যবসায়ীরা হলেন রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মৃত জাহিদ হোসাইনের পুত্র কলিম উল্লাহ (৪৩, ও তার পুত্র কেফায়েত উল্লাহ (১৯)।

কক্সবাজার র‌্যাব -১৫ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উখিয়া বালুখালী রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের কলিম উল্লাহর বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই ধাপে ২ লাখ ৬৮ হাজার ইয়াবাসহ কলিম উল্লাহ ও তার ছেলে কেফায়েত উল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।