খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান পরিচালনা করে পাহাড়ের চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক সন্ত্রাসী অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, আজ শুক্রবার (৬ আগষ্ট) মাটিরাঙ্গা উপজেলার সাপমারা হতে ইউপিডিএফের চীফ চাঁদা উত্তোলক লাল মোহন চাকমাকে (৩০) আটক করে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের সদস্যরা।
জানা যায়, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোপন গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, ইউপিডিএফ দলের চীফ কালেক্টর লাল মোহন চাকমা সাপমারা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি টহল দল সাপমারা এলাকায় গিয়ে মোহন চাকমাকে সাপমারা হতে মোটর সাইকেল যোগে পানছড়ির যাওয়ার পথে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি .২২ পিস্তল (মরক্কো), ৪ রাউন্ড এ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়।
সেনাবাহিনী জানায়, আটককৃত সন্ত্রাসীকে বর্তমানে জোন সদরে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে পরবর্তীতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
ভবিষ্যতেও পাহাড়বাসীর নিরাপত্তায় সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।