উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ ৬ মাদক কারবারি আটক - Southeast Asia Journal

উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ ৬ মাদক কারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। এর মধ্যে দুই রোহিঙ্গা মাদক কারবারিও রয়েছেন। এ সময় আটক মাদক কারবারিদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র‌্যাব-১৫। তারা হলেন- উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর ডি ব্লকের নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪) ও আবু সিদ্দিকের ছেলে জানে আলম (৫২)।

আজ বুধবার সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে।
অন্যদিকে, একই দিনে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে আটক করে।

তারা হলেন- উপজেলার হ্নীলা ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জাব্বারের ছেলে জাফর আলম (৪৩), নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের ছেলে সাইফুল ইসলাম (২২) এবং পশ্চিম সিকদার পাড়ার জাফর আলমের ছেলে চিহ্নিত মাদক কারবারি পারভেজ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে উখিয়া ও টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।