এবার পাচারের তালিকায় বাংলাদেশি কয়েন
 
                 
নিউজ ডেস্ক
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশি এক ও দুই টাকার ৮৩ হাজার কয়েনসহ বেনাপোলে আবদুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক আবদুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের সুবেদার শাহীন রহমান জানান, আব্দুর রহমান নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ কয়েন ভারতে পাচারের জন্য নাভারণ থেকে ইজিবাইকে বেনাপোল আসছে এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে তাকে থামানো হয়। এসময় তার কাছে সাতটি বস্তায় এক ও দুই টাকার মোট ৮৩ হাজার কয়েন পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান স্বীকার করেছেন যে কয়েনগুলো পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
