দেশে ২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে, ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০০ জনে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
ওই ৬ হাজার ১০০ জনের মধ্যে শুধু চলতি আগস্টে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪২ জন। এর আগে, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯৬০ জন এবং রাজধানীর বাইরে ৮৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এছাড়া এখনও পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৯৬০ জন, আর বাকি ৮৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৬ হাজার ১০০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ২৬ জন।