আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আলোচনা
নিউজ ডেস্ক
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে আলোচনা করেছেন জ্যেষ্ঠ তালেবান নেতা আমির খান মুক্তাদি, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। নিয়ন্ত্রণ নেয়ার পর এরই মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে সরকারি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান।
এদিকে, একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার কাবুল বিমানবন্দর খুলে দেয়া হয়েছে। তালেবান শাসন ফিরে আসায় আতঙ্কিত অফগানরা বিমানবন্দরে ভিড় করলে অরাজকতার সৃষ্টি হয়। এসময় ৭ জন নিহত ও আহত হন অনেকে। রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়া কাবুলে বন্ধ রয়েছে অন্য সব দূতাবাস।
তালেবান শাসন থেকে রক্ষার একমাত্র উপায় এখন কাবুল বিমানবন্দর থেকে দেশ ত্যাগ। শেষ চেষ্টার জন্য সোমবার হাজার হাজার মানুষ ছুটে যায় বিমানবন্দরে। চরম বিশৃঙ্খলায় হতাহত হয় অনেকে। কাবুল ছেড়ে আসা একটি মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।
এদিকে রানওয়েতে মানুষের ঢল সামলাতে না পেরে বন্ধ করে দেয়া হয় কাবুল আন্তর্জাতিক বিমান বন্দর। এরপর একরাত বন্ধ রাখার পর মঙ্গলবার ফের বিমানবন্দর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সামরিক বিমানে করে কূটনীতিক, বিদেশি নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশ।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে এখন শুধুমাত্র রাশিয়া, চীন ও পাকিস্তান এই ৩ দেশের দূতাবাসের কার্যক্রম চলছে।
সর্বশেষ ভারতের দূতাবাস বন্ধ করে সেখান থেকেও সামরিক বিমানে করে নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এদিকে, আফগানিস্তানে ইন্দোনেশিয়ার দূতাবাস খালি করা হলেও স্বল্প পরিসরে কাজ চলবে বলে জানিয়েছে দেশটির সরকার।
আফগানিস্তান থেকে শরণার্থী স্রোত ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক। কর্তৃপক্ষ জানিয়েছে নিজ দেশের নিরাপত্তা রক্ষায় ২৯৫ কিলোমিটারের দেয়াল তৈরি করা হবে।
আফগান শরণার্থীদের জন্য ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ভুত পরিস্থিতিতে শরণার্থী, যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার, অভিবাসন এবং সহায়তায় যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী তহবিল এই ব্যয় করা হবে।